
কাঁঠালিয়া সংবাদদাতাঃ
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ |
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জনাব গোলাম আজম সৈকত।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—
কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন,
সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার,
সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন,
সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল,
সেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি গোলাম কবির,
উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম,
উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার,
কৃষক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম,
উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী,
উপজেলা মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন এবং
জিয়া মঞ্চ কাঠালিয়া উপজেলার সভাপতি এইচ এম বাদল প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা হলো জনগণের অধিকার ফিরিয়ে আনার রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।