মোঃ ইমরান ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি
২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নীলফামারীর একটি উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় সরিষা ফসলের জন্য ১১০০ জন, গমের জন্য ৩৪০ জন, পেঁয়াজের জন্য ২০ জন এবং সয়াবিন ফসলের জন্য ৪০ জন কৃষককে প্রয়োজনীয় বীজ ও সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন
— কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ. ন. ম. শিবলী সাদিক
— উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম
— এসএপিপিও, উপসহকারী কৃষি কর্মকর্তা-বৃন্দ
— স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সরকারের চলমান প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং মৌসুমি ফসলের আবাদ বৃদ্ধি করা।
উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন,
“কৃষি উৎপাদনকে টেকসই ও লাভজনক করতে বর্তমান সরকার নিয়মিতভাবে কৃষকদের প্রণোদনা দিয়ে আসছে। উৎপাদন ব্যয় কমিয়ে কৃষককে লাভবান করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। সরিষা, গম, পেঁয়াজ ও সয়াবিন—এই মৌসুমি ফসলগুলোর আবাদ বৃদ্ধি করলে কৃষক নিজের পরিবার যেমন উপকার পাবে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তায়ও বড় অবদান রাখবে। আমরা চাই একজন কৃষকও প্রণোদনার বাইরে না থাকে।”
তিনি আরও বলেন,
“কৃষকরা যেন যথাসময়ে এসব বীজ ও সার ব্যবহার করে অধিক ফলন পান, সে বিষয়ে মাঠপর্যায়ে আমাদের কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। সরকারি এসব সহায়তা কৃষকদের উৎসাহিত করে আরো বেশি আবাদে।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও কৃষকদের আরও উৎপাদনমুখী হওয়ার আহ্বান জানান।