সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী ঘেষা শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম(পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারন সভায় নেতৃবৃন্দের সাথে কমিটির কার্যক্রম চলাকালে কতিপয় কিছু দুস্কৃতিকারীরা বাকবিতন্ডার এক পর্যায়ে হট্রগোল করে অতিথিদের উপর মারপিঠের ঘটনা ঘটনোর কারণে অনিদিষ্টকালের জন্য কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম(পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির উদ্যোগে অদ্বৈত মহাপ্রভূর জন্মধান মন্দির প্রাঙ্গণে এই সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলার শত শত সনাতনের ধর্মের অনুসারীরা সভায় উপস্থিত ছিলেন।
শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম(পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও কমিটির সাধারন সম্পাদক বাবু অদৈ¦ত রায়ের সঞ্চালনায় সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-সিলেট ও বাক্ষ্রণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মহোদয় বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পুর প্রতিনিধি হিসেবে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু অশোক তালুকদার।
সভায় আরো উপস্থিত ছিলেন বিপ্লব কুমার তালুকদার,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস,রাজন তালুকদার,রমাকান্তদাস,সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজ,পশ্চিম পাগলা ইউপি সদস্য রনজ্ঞিত সূত্রধর,দেবেশ রায়,রিন্টু রায়,টিটু রঞ্জন তালুকদার,চপল দাস,রানা তালুকদার, নিলয় চক্রবর্তী ও সুরজ্ঞিত চৌধুরী টপ্পা,শিক্ষক বিপ্লব কুমার দাস ও রঞ্জন তালুকদার প্রমুখ।
মন্দিরের উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা শেষে শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম(পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অদ্বৈত রায় মন্দিরের আয় ব্যয়ের সাংগঠনিক রিপোর্ট পেশ করার সময় বহিরাগত দৃস্কৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে স্থানীয় মধু সূদন রায়ের নির্দেশে কানন বন্ধু রায়,জয়ন্ত রায়,টিটু রায়,লিটন রায়,কৌশিক রায়,জয় রায়,মিটু রায়,কিরণ রায়,সুভাষ রায়,নারায়ন চক্রবর্তী সুষেন দাস মিলে সাধারন সভা ভন্ডুল করার লক্ষ্যে সভা চলাকালীন ভক্ত সাধারনের উপর হামলা চালায়।
পরে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করার পর আবারো সাধারন সভা চলার কিছু সময় বর্তমান কমিটিরি মেয়াদ আরো একবছর থাকার পরও কমিটি বাতিল করে নতুন কমিটি করার অজুহাতে আবারো বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এতে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংঙ্কায় কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী(বাবুল) সাধারন সভা অনিদিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন।
কিন্তু সম্প্রতি শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম পরিদর্শনকালে বর্তমান সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই মন্দিরের উন্নয়নের জন্য প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে সভায় উল্লেখ করা হয়।
পরবর্তীতে সাধারন সভায় সুনামগঞ্জ-সিলেট ও বাক্ষ্রণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মহোদয় বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পুর প্রতিনিধি হিসেবে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু অশোক তালুকদার,জাতীয়তাবাদি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উচ্চারণ করতেই বহিরাগত দুস্কৃতিকারীরা আবারো উত্তেজিত হয়ে পড়েন। তিনি হামলকারিদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেন আমরা চাই এই শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম(পণাতীর্থে) গঙ্গা¯œান করতে দেশ বিদেশের লাখো পূণার্থীরা এই অদ্বৈত মহাপ্রভূর জন্মাধামে পাপ মোচনের জন্য আসেন যাদুকাটা নদীতে গঙ্গা¯œান করতে। কাজেই দেশ বিদেশে এই অদ্বৈত মহাপ্রভুর সুনাম রয়েছে। কিন্তু কিছু কতিপয় দুস্কৃতিকারী লোকজন এই সুনামকে বিনষ্ট করতে আজকে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলার ঘটনার জন্ম দিয়েছে বলে তিনি মনে করেন। শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভূর জন্মধান(পণাতীর্থ) কারো পৈতিক সম্পত্তি নয়। এই অদ্বৈত মহাপ্রভূর জন্মধাম(পণাতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটি তিনবছর অন্তর অন্তর ১২টি উপজেলার সনাতন ধর্মের অনুসারীদের মতামতের ভিত্তিতে রেজুলেশন করে কমিটি গঠন করা হয়ে থাকে। এখানে কোন পেশীশক্তির খবরদারি চলতে দেয়া যাবে না। কাজেই সবাইকে সংযত হয়ে শালীনতার ভেতরে থেকে কমিটির সভাগুলো মতামত প্রকাশ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।