তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুরে আঞ্জুমান এ আশরাফীয়ার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) শহরের জয়নাল মার্কেটে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানকাহ হাসানিয়া সারকারে কাঁলার সভাপতি শেখ নিজামুদ্দিন আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানকাহ হাসানিয়া সারকারে কাঁলার সাধারণ সম্পাদক আহমেদ আলী আশরাফী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমান এ আশরাফীয়ার সহসভাপতি গোলাম কাদির আশরাফী, সাধারণ সম্পাদক আবু রায়হান আশরাফী, সাংগঠনিক সম্পাদক মো. সাজু আশরাফীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আঞ্জুমান এ আশরাফীয়ার সভাপতি শেখ সাম্মু আশরাফী বলেন,
“তরুণ আলেম সৈয়দ মঈন আশরাফ জিলানীর ২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
আমরা প্রতিবছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজ পরিচালনা করে থাকি। এসব কার্যক্রমে আমাদের প্রধান অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতা পেয়ে থাকি সৈয়দ মাহমুদ আশরাফ জিলানীর কাছ থেকে।”
তিনি আরও বলেন, আঞ্জুমান এ আশরাফীয়ার চ্যারিটেবল ট্রাস্ট নিয়মিতভাবে বিনামূল্যে রক্তদান সেবা, হুইলচেয়ার সার্ভিস, ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।