
রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জ সদর উপজেলার তেষরিয়া গ্রামের বৈষম্যবিরোধী আইনে দায়েরকৃত মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে৷
গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছেন হবিগঞ্জ তেঘরিয়া ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক(৪৫)
বুধবার (২২- অক্টোবর ২০২৫) দুপুরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন সেনাবাহিনীর একটি দল।
মামলার তথ্য:*
- মামলা নং: ২৬/৬১
- তারিখ: ২৪-০২-২০২৫ইং
- থানা: হবিগঞ্জ সদর মডেল থানা
- আইনি ধারা: বৈষম্য বিরোধী আইন
- সিরিয়াল নম্বর: ৩৯
আসামির স্থায়ী ঠিকানা:
গ্রাম– তেঘরিয়া. থানা– হবিগঞ্জ সদর, জেলা– হবিগঞ্জ। পিতা– আকবর আলী। তিনি বর্তমানে তিনি বর্তমানে তেঘরিয়া ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে পরিচিত
অভিযান শেষে দুপুর ১:০০ টা ১০ মিনিটে আসামিকে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সুরঞ্জিত -এর নিকট হস্তান্তর করা হয়।