
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবাণীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিতে এক উৎসবমুখর 'নবীন বরণ' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ ইয়াকুব আলী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুরা খাতুন।
কম্পিউটার ও আইসিটি শিক্ষক গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংক ভবাণীপুর শাখা ব্যবস্থাপক বাবু অনিমেষ সাহা। এছাড়াও শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রতন কুমার সাহা, সহকারী শিক্ষক মিজানুর রহমান, জসীমউদ্দীন ও মজিবুর রহমান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্রী রুনা খাতুন।
বক্তারা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে নিয়মিত পাঠাভ্যাস ও নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দশম শ্রেণির শিক্ষার্থীরা রজনীগন্ধা ফুল দিয়ে নবীনদের বরণ করে নেয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।