
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সাইদুর রহমান (৫০) নামে এক কৃষক ও ফাস্টফুড বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার তাহেরহুদা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাইদুর ওই গ্রামের মৃত সাবান আলী জোয়ার্দ্দারের মেজ ছেলে।
নিখোঁজের পর মিলল মরদেহ
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে সাইদুর রহমান বোনের বাড়িতে বেড়াতে যান। শনিবার বিকেলে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও তিনি আর ঘরে ফেরেননি। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে রবিবার রাতে নিজের পানের বরজের পাশে একটি ড্রেনের (কেনাল) ধারের জাম গাছের সাথে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করার আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, "বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"