
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (০৩ জানুয়ারি) জোহরের নামাজের পর কোনো এক সময় মসজিদের ভেতরে থাকা মূল্যবান সাউন্ড সিস্টেম (এমপ্লিফায়ার) চুরি করে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় চোরেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় জোহরের জামাত শেষে মুসল্লিরা মসজিদ থেকে চলে যান। এরপর আসরের নামাজের আজান দিতে গিয়ে মুয়াজ্জিন লক্ষ্য করেন সাউন্ড সিস্টেমের এমপ্লিফায়ারটি নেই। দুর্বৃত্তরা সুকৌশলে মসজিদের ভেতরে প্রবেশ করে সাউন্ড বক্সের সংযোগ বিচ্ছিন্ন করে যন্ত্রটি নিয়ে পালিয়ে যায়।
মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিনের আলোতে জনাকীর্ণ এলাকার একটি কেন্দ্রীয় মসজিদে এমন চুরির ঘটনায় তারা হতবাক। এমপ্লিফায়ারটি চুরি হওয়ায় বর্তমানে মসজিদে আজান ও নামাজ পরিচালনায় মারাত্মক বিঘ্ন ঘটছে।
এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।