মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা পর্যায়ে আয়োজিত ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। বিশেষ করে বালিকা ক্রিকেট বিভাগে রানার্স আপ হওয়ার গৌরব অর্জনসহ বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়টির শিক্ষার্থীরা একাধিক পুরস্কার লুফে নিয়েছে।
বালিকা ক্রিকেটে চমকপ্রদ পারফরম্যান্স
প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ছিল বালিকা ক্রিকেট। টুর্নামেন্টের শুরু থেকেই ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা দলটি সুশৃঙ্খল বোলিং ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়ে। ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তারা রানার্স আপ ট্রফি নিজেদের করে নেয়। দলের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে।
শুধুমাত্র ক্রিকেটেই নয়, অ্যাথলেটিকস এবং অন্যান্য ইনডোর গেমসেও ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই অভাবনীয় সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন:
”আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও যে পারদর্শী, এই ফলাফল তারই প্রমাণ। বিশেষ করে মেয়েদের ক্রিকেট দলের এই অর্জন আগামীতে তাদের আরও বড় মঞ্চে খেলার অনুপ্রেরণা যোগাবে। আমরা তাদের এই ধারা অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতা প্রদান করব।”
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জানান, নিয়মিত কঠোর অনুশীলন এবং শিক্ষার্থীদের একাগ্রতার ফলেই উপজেলা পর্যায়ে এমন ধারাবাহিক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।
ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এই জয়যাত্রা উপজেলার ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। রানার্স আপ ট্রফি ও অন্যান্য ইভেন্টে জয়গুলো বিদ্যালয়ের জন্য বয়ে এনেছে এক অনন্য সম্মান। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, আগামীতে জেলা ও জাতীয় পর্যায়েও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্যের ধারা বজায় রাখবে।