মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম আন্তঃস্কুল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে হরিণাকুণ্ডু প্রিয়নাথ স্কুল এন্ড কলেজ ভেন্যুতে উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দিদারুল আলম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুর বারী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমেই আগামীর দক্ষ ক্রীড়াবিদ তৈরি হবে যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা শুরু হয়। এবারের প্রতিযোগিতায় অ্যাথলেটিকস, ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।