মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক) নির্বাচিত হয়েছেন আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মাসুদুল হক টিটু। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান, প্রশাসনিক দক্ষতা এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নয়নে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গঠিত বিচারক পণ্ডলী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, পাঠদানে দক্ষতা, সৃজনশীলতা, চারিত্রিক বৈশিষ্ট্য এবং ডিজিটাল শিক্ষা প্রসারে ভূমিকার ওপর ভিত্তি করে এই ফলাফল ঘোষণা করেন।
প্রধান শিক্ষক মোঃ মাসুদুল হক টিটু তার দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত পরিবর্তন এবং শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।
এক প্রতিক্রিয়ায় মোঃ মাসুদুল হক টিটু বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, এটি বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার ফল। আমার লক্ষ্য আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলা। এই সম্মাননা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল।”
তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীমহল অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তিনি জেলা পর্যায়েও হরিণাকুণ্ডু উপজেলার গৌরব বয়ে আনবেন।