1. admin@moheshpurnews24.com : admin :
January 17, 2026, 9:45 am
শিরোনামঃ
সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় পার্থেনিয়াম উদ্ভিদ নির্মুল অভিযান  হাতিয়ায় কোস্ট গার্ডের বিরুদ্ধে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ঢাকা টাঙ্গাইলে রোডে চলন্ত বাসে রাতভর গণধর্ষণের ,অভিযোগে গ্রেপ্তার ৩ হরিণাকুণ্ডুতে আড়ম্বরপূর্ণ পরিবেশে ভবাণীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত ​ ফরিদপুরে বারি মাশকালাই-৩ ও ৪ জাতের উৎপাদন-প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস ও কৃষক সমাবেশ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত ঝিনাইদহ-৪ গড়তে চাই — সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময় হরিণাকুণ্ডুতে নাট্যচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস পালিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টুর জামায়াতে যোগদান ফরিদপুরে বারি উদ্ভাবিত ডাল ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল ও পুষ্টিমান শীর্ষক কৃষক প্রশিক্ষণ হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে একজন নিহত
ব্রেকিং নিউজঃ
সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় পার্থেনিয়াম উদ্ভিদ নির্মুল অভিযান  হাতিয়ায় কোস্ট গার্ডের বিরুদ্ধে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ঢাকা টাঙ্গাইলে রোডে চলন্ত বাসে রাতভর গণধর্ষণের ,অভিযোগে গ্রেপ্তার ৩ হরিণাকুণ্ডুতে আড়ম্বরপূর্ণ পরিবেশে ভবাণীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত ​ ফরিদপুরে বারি মাশকালাই-৩ ও ৪ জাতের উৎপাদন-প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস ও কৃষক সমাবেশ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত ঝিনাইদহ-৪ গড়তে চাই — সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময় হরিণাকুণ্ডুতে নাট্যচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস পালিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টুর জামায়াতে যোগদান ফরিদপুরে বারি উদ্ভাবিত ডাল ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল ও পুষ্টিমান শীর্ষক কৃষক প্রশিক্ষণ হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে একজন নিহত

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নান্দাইল শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন।

  • Update Time : Thursday, December 11, 2025

হুমায়ুন কবির।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।

জাতিসংঘ ঘোষিত (১০ ডিসেম্বর) বুধবার ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আয়োজনে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ও সার্চ মানবাধিকার সোসাইটি নান্দাইল উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানবাধিকার সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার ঘোষণার পূর্ণ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নান্দাইল উপজেলা শাখার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সভাপতি মোঃ সেলিম ভুইয়া। সঞ্চালনায় ছিলেন,নান্দাইল উপজেলা শাখার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন।

সভাপতির বক্তব্যে সেলিম ভুইয়া বলেন, মানবাধিকার রক্ষা কেবল আইনের দায়িত্ব নয়, প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। সমাজের দুর্বল, নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার সুরক্ষায় আমরা সবাইকে আরও বেশি সচেতন ও সাহসী হতে হবে।

নান্দাইল প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী এনামুল হক বাবুল বলেন, মানবাধিকার লঙ্ঘন রোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সবসময় সত্য তুলে ধরবেন-এটাই জাতির জন্য বড় অবদান।

দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আলম ফরাজি বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হয় না। মানবাধিকার বাস্তবায়নে প্রশাসন, সমাজ ও গণমাধ্যমকে একসাথে কাজ করতে হবে।

নরসুন্দা ব্লাড ডোনার সোসাইটির সভাপতি সমাজসেবক জাকির হোসেন ভুইয়া বলেন, মানবতার সেবা এবং মানবাধিকার একই সূত্রে বাঁধা। রক্তদান, সামাজিক সহায়তা এবং মানবিক কাজগুলো অধিকার প্রতিষ্ঠার পথকে আরও শক্তিশালী করে।

প্রভাষক এনায়েত করিম ভুইয়া তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা হচ্ছে মানবাধিকার চর্চার প্রধান ভিত্তি। শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ে জানাতে স্কুল-কলেজে নিয়মিত কার্যক্রম বাড়াতে হবে।
আরও বক্তব্য রাখেন উপজেলায় কর্মরত সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তমনের লেখক ও সাংবাদিক আতাউর রহমান বাচ্চু,সাংবাদিক মাহাবুব আলম কাজল, সাংবাদিক তাজুল ইসলাম, সাংবাদিক রহমতুল্লাহ, নান্দাইল পাইলট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রমিজ উদ্দিন মাষ্টার, সাংবাদিক হুমায়ুন কাদির কামাল,ব্যবসায়ী রুবেল, পৌরসভার স্যানিটারি সুপারভাইজার আনোয়ার হোসেন ভুইয়া সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে মানবাধিকার সুরক্ষায় সকলেই সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd