
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর (শেখ পাড়া) গ্রামের জাহিদুলের ছেলে হাফেজী মাদরাসার ছাত্র আলী আকবর রিজভী (১২) নিখোঁজের ২৪ দিন পরও সন্ধান পাওয়া যায়নি।
জাহিদুল জানান, তার ছেলে রিজভী কালিগঞ্জের পৌর এলাকার ফয়লা গ্রামে নানার বাড়িতে থেকে পাশ্ববর্তি গোহাটা'র (পশুহাট) কাছে হাফেজী নূরানী মাদ্রাসায় লেখাপড়া করতো। গত ১১ অক্টোবর (শনিবার) বিকেল ৫টার দিকে ফয়লা গ্রামের পার্শ্ববর্তি নিয়ামতপুর ভ্যানস্ট্যান্ড থেকে নিখোঁজ হয়ে যায়। শিশুটির গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার উচ্চতা,৪ ফুট লম্বা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো রংয়ের টাউজার ও গেঞ্জি। স্থানীয় একজন কামার জানান, শিশুটি তার দোকানের পাশেই দাড়িয়ে ছিল।
এরই মধ্যে কে বা কারা তাকে একটু দুর থেকে ডেকে নিয়ে যায়। তারপর আর ফিরে আসেনি। নিখোঁজের সংবাদ পেয়ে তার বাবা জাহিদুল কালিগঞ্জ থানায় একটি জিডি করলেও পুলিশ ২৩ দিনেও কোন সন্ধান করতে পারে নি। ঝিনাইদহ র্যাব অফিস, যশোর র্যাব অফিস, ঝিনাইদহ সিআইডি অফিসসহ বিভিন্ন জায়গায় ঘুরেছেন কিন্তু কোন সন্ধান এখনো পানি।
রিজভীকে উদ্ধার ও সন্ধান দিতে প্রশাসনসহ হৃদয়বান মানুষের সুদৃষ্টি কামনা করেছেন তার পরিবার।