নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দায় নবগ্রাম পূর্বপাড়া নতুন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য,মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম এ মতীন।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে আলহাজ্ব কছিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে তিনি এ আহ্বান জানান। এসময় মসজিদ উন্নয়নকল্পে তিনি নগদ ২৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, দপ্তর সম্পাদক ও ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য ও মান্দা সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শাহানা প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কাজী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক মাওলানা কাজী মো. আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ডি.এম. আব্দুল মালেক, সাদেকুল ইসলাম, শরিফুল ইসলাম বেলাল, অ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন প্রমূখ।
এছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হালিম দুলালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গণেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মন্ডল, কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদুজ্জামান সোহান, যুবদলের সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ বিভিন্ন ইউনিয়নের নেতারাও মাহফিলে যোগ দেন।
মাহফিলে দোয়া পরিচালনা করেন দ্বিতীয় বক্তা, নিয়ামতপুর উপজেলার হযরত উম্মে হানি বালক–বালিকা হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. হেলাল উদ্দীন হেলালী।