
নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত।
ফরিদপুরে ছাত্র জনতার উদ্যোগে,
আজ(১৯ ডিসেম্বর) শুক্রবার সকাল ১১ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হত্যাকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) এর ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সাইফ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজি রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, জুলাই যোদ্ধা জনি বিশ্বাস, শাহ মোঃ আরাফাত, আবরার নাদিম ইতু, নিরব ইমতিয়াজ শান্ত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
এ-সময় তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বিভিন্ন ধরনের স্লোগান প্রদান করেন। তারা বলেন, অবিলম্বে ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার না হলে ব্যাপক কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে কর্মসূচি থেকে জানানো হয়।
এরআগে গতকাল বৃহস্পতিবার রাতে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অনুরূপ কর্মসূচি পালন করে তারা। এ-সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।