আবুল হাসনাত তুহিন ফেনী:
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে(১৬ অক্টোবর) বৃহস্পতিবার সকালে ফেনী প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক কালবেলার ফেনী জেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় ও
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন,সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম ও ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, খেলাফত মজলিসের নোয়াখালী জোনের সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, ইসলামী আন্দোলনের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ইকরামুল হক,খেলাফত মজলিসের ফেনী জেলা যুগ্ম সম্পাদক আজিজ উল্লাহ আহমদী, এবি পার্টির ফেনী জেলা সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকী, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল,প্রচার সম্পাদক হাবিব মিয়াাজি, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক ছাত্র প্রতিনিধি ওমর ফারুক শুভ, বাংলাদেশ টুডের ফেনী জেলা প্রতিনিধি কামাল উদ্দিন, সাপ্তাহিক ফেনী সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক মাছুম বিল্লাহ, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আজিজুল হক হাসান, সেক্রেটারি মহি উদ্দিন, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আবদুল্লা আল মামুন, ইনডিপেনডেন্ট টিভির ফেনী প্রতিনিধি সমির উদ্দিন,আরটিভি ও কালের কন্ঠ মাল্টিমিডিয়ার ফেনী জেলা প্রতিনিধি এম,এম আকাশ, গাজী টিভির ফেনী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন ফরায়েজি প্রমুখ।
এ ছাড়া উক্ত অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দৈনিক কালবেলা অতি অল্প সময়ের মধ্যে বস্তুনিষ্ট সাংবাদিকতার জন্য গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে নির্ভিকতা ও সততার জন্য পত্রিকাটি আজ ব্যাপক সমাদৃত। পত্রিকাটি তার নিজস্ব মহিমায় আরো অনেকদুর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।