চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার চরনদ্বীপ এলাকায় সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ি চাষ করে আসা এক পরিবারের জমি দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২ নভেম্বর ২০২৫) সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন চারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মোঃ জয়নাল আবদীন (৫০), পিতা মৃত মোহাম্মদ হোছাইন, বুড়ী পুকুর, চরনদ্বীপ—১৯৮৫ সাল থেকে পারিবারিকভাবে প্রায় তিন একর জমিতে চিংড়ি চাষ করে আসছেন। ২০০১ সালে তিনি সরকারের নিকট জমিটির ইজারার জন্য আবেদন করেন। পরবর্তীতে চিরিঙ্গা ইউনিয়ন ভূমি অফিস থেকে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত সুপারিশ (স্মারক নং ৬০২(এসএ), তারিখ ২৭/১২/২০০৩ইং) পাঠানো হয়। জেলা প্রশাসক, কক্সবাজার কার্যালয় থেকেও সংশ্লিষ্ট নথির (স্মারক নং ২৭৭০/এসএ, তারিখ ১৭/১২/২০০৩ইং) মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ অবস্থায় একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোক্তার (৩৫), পিতা মৃত মোজাহের আহমদ (প্রকাশ বাইঘ্যা) ও তার সহযোগীরা হঠাৎ উক্ত জমি জবরদখলের চেষ্টা চালায়। বাধা দিতে গেলে জয়নাল আবদীনের বাবা, মা, ভাই ও স্ত্রীকে লক্ষ্য করে তারা অশালীন আচরণ করে এবং হুমকি প্রদান করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মোক্তার বলেন, “এটি সরকারি জমি। আমি ভোগ করলে সমস্যা কোথায়?”
অপরদিকে জয়নাল আবদীন বলেন, “১৯৮৫ সাল থেকে আমরা নিয়মিত ভোগদখলে আছি। এখানে আমাদের বাসা ছিল,এখনো আমাদের গাছ বাগান রয়েছে,এটি আমার নামে সরকারের কাছে প্রস্থাবিত জায়গা তারা চিহ্নিত দখলবাজ হঠাৎ তারা সঙ্গবদ্ধ হয়ে আমার জায়গায় অবৈধ অনুপ্রবেশ করে তাই আমরা আইনের আশ্রয় নেব।
স্থানীয় জনগণের দাবি, ঘটনাটি তদন্ত করে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে এলাকায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।