বিশেষ প্রতিনিধি: আহমদ রেজা
চট্টগ্রাম, ৮ নভেম্বর ২০২৫ খ্রিঃ
চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ওয়েট এক্সেল এলাকার আশেপাশে আজ শুক্রবার সকালে পথচারীরা দেখতে পান এক ছোট্ট শিশুকে একা ঘুরতে। পরে টানেল কর্তৃপক্ষ শিশুটিকে ডেকে এনে পরিচয় জানতে চাইলে সে জানায়— তার নাম মো. আনাস (৫), পিতা মো. আলমগীর, বাড়ি পতেঙ্গা নাজিরপাড়া এলাকায়।
শিশুটি আরও জানায়, সে নাকি “কবিরার দোকান মাদ্রাসা”-তে পড়ে। তবে তার অভিভাবক বা পরিবারের কাউকে আশপাশে পাওয়া যায়নি। বর্তমানে শিশুটিকে নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে স্থানীয় প্রশাসন ও দয়ালু নাগরিকদের সহযোগিতা চাওয়া হচ্ছে।
যদি কেউ আনাসের পরিবার সম্পর্কে তথ্য জানেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে—
📞 ০১৮২৫৮৫৭৫৪১
📞 ০১৬৪৭১২৫৫২৮