পটুয়াখালী প্রতিনিধিঃ-
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পবিপ্রবির কর্মরত শতাধিক কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে ফেডারেশনের পক্ষে মো. মোশাররফ হোসেন মৃধা, মো. আবুল কালাম আজাদ, আবু মুসা ও আলম হাওলাদার বক্তব্য রাখেন। বক্তারা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বেতন বৈষম্য নিরসন করে নবম পে-স্কেল ঘোষণা করার দাবি জানান।
তারা আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর ও লাগাতার আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।