নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ফরিদপুর-৩ (সদর) আসনে জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।
(১৬ নভেম্বর) রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের গোয়ালচামট হাজী শরীয়তুল্লাহ বাজারে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।
চৌধুরী নায়াব ইউসুফ গণসংযোগে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।
এ-সময় তার সাথে মহানগর বিএনপি’র আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব নুর ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান লাবলু, সহ-সভাপতি বজলুর রশিদ, সহ সম্পাদক খায়রুজ্জামান লাভলু, বাইতুল মোকাদ্দেস মার্কেট কমিটির সভাপতি সৈয়দ মিয়া, সাধারণ সম্পাদক রুবেল কাজী সহ হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা বৃন্দ এবং সাধারণ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।