সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
চিকিৎসা যখন নিছক পেশা না থেকে মানবিক দায়বদ্ধতায় রূপ নেয়, তখনই সমাজ পায় ব্যতিক্রমী কিছু মানুষকে। এমনই একজন মানবিক চিকিৎসকের নাম ডা. অমিতাভ তরফদার। আন্তরিক আচরণ, সততা ও গভীর সহমর্মিতার মাধ্যমে তিনি দুমকি ও আশপাশের এলাকার সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
রোগীর সঙ্গে বন্ধুসুলভ আচরণ ও মনোযোগী সময় দেওয়াকেই তিনি চিকিৎসার প্রথম ধাপ হিসেবে মনে করেন। রোগীর কষ্ট মন দিয়ে শোনা, সম্মান দিয়ে কথা বলা এবং প্রয়োজনের বাইরে কোনো কিছুতে না জড়ানো—এই নীতিতেই তিনি অটল। ধনী-গরিব নির্বিশেষে সবাই তার কাছে পান সমান যত্ন ও মানবিকতা।
শহুরে স্বাচ্ছন্দ্য ছেড়ে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে গ্রামাঞ্চলে চিকিৎসাসেবায় যুক্ত হন ডা. অমিতাভ। বর্তমানে তিনি দুমকি উপজেলার বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান লুথ্যরান হেলথ কেয়ার-এ আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা ফেরাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং জেলা জুড়ে “মানবিক ডাক্তার” হিসেবে পরিচিতি লাভ করেন।
ডা. অমিতাভ তরফদার ২০১৩ সালের জুলাই মাসে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং ২০১৪ সালে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি নাইটিঙ্গেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ইমার্জেন্সি, মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের জানুয়ারিতে লুথ্যরান হেলথ কেয়ারে যোগদানের পর থেকেই তিনি প্রান্তিক মানুষের ভরসার নাম হয়ে ওঠেন।
বিনামূল্যে চিকিৎসা প্রদান, অসহায় রোগীদের নিজ খরচে ওষুধ সরবরাহসহ নানা মানবিক উদ্যোগে তিনি বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার এই আন্তরিকতায় লুথ্যরান হেলথ কেয়ারের হারানো বিশ্বাসও নতুন করে ফিরে আসে।চিকিৎসা নিতে আসা রোগী মো. মাহাবুব ইসলাম বলেন, “ডিগ্রির চেয়েও বড় হলো মনুষ্যত্ব—ডা. অমিতাভ তা প্রতিদিন প্রমাণ করেন।” এক শিশুর মা সোনিয়া আক্তারের ভাষ্য, “তার সঙ্গে কথা বললেই ভরসা পাওয়া যায়, মনে হয় অর্ধেক রোগ এমনিতেই সেরে গেছে।”
১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করা ডা. অমিতাভ তরফদার একজন অবসরপ্রাপ্ত নার্সিং সুপারভাইজারের সন্তান। ব্যক্তিজীবনে তিনি সদালাপী ও হাস্যোজ্জ্বল। মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে নিয়ে আজ তিনি দুমকি ও আশপাশের জনপদে একজন প্রকৃত মানবিক চিকিৎসক হিসেবে সম্মান ও ভালোবাসায় অনন্য উচ্চতায় অবস্থান করছেন।