মাইনুল ইসলাম রাজু
আমতলী বরগুনা প্রতিনিধি
মহান বিজয় দিবস শুধু বিজয়ের স্মৃতিই নয়, মানবতার জয়গান গাওয়ারও এক অনন্য দিন। সেই চেতনাকে ধারণ করে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে আমতলী পৌরসভা এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে আয়োজন করা হয় এক হৃদয়ছোঁয়া মানবিক কর্মসূচি।
আজ মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত সহযোগিতায় আমতলী পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় বৃদ্ধ, দুস্থ মানুষ, বেওয়ারিশ ব্যক্তি ও প্রতিবন্ধীসহ মোট ২০০ জনের মাঝে এক বেলা পুষ্টিকর খাবার (খিচুড়ি) বিতরণ করা হয়। খাবার পেয়ে অনেক অসহায় মানুষের চোখে মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
এ সময় স্থানীয় জনগণ স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের এই মানবিক উদ্যোগকে মহান বিজয় দিবসের চেতনার সঙ্গে একাত্মতা প্রকাশ বলে উল্লেখ করেন এবং সংগঠনের কাজের ভূয়সী প্রশংসা করেন।
সংগঠনের সদস্যরা বলেন, “আমরা চাই বিজয় দিবস শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে অর্থবহ হোক। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতেও আমরা আরও বড় পরিসরে এমন মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই।”
মানবতার পাশে থেকে সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করার প্রত্যয়ে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন আগামীতেও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।