মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন ঝিনাইদহ এর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। (২৩ ডিসেম্বর ) মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের কলেজস্ট্যান্ডে অবস্থিত বিভিন্ন ঔষধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২টি ঔষধ দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানের মালিক নাহিন কে ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ (খ,গ,ঘ) ধারায় ৫০০০ টাকা
এবং দোকান মালিক ইলিয়াস হোসেনকে ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ (গ,ঘ) ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা ও ঔষধ প্রশাসন ঝিনাইদহের পরিদর্শক ইকরামুল করিম। উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডল, আইন শৃঙ্খলা রার দায়িত্বে নিয়োজিত মডেল থানা পুলিশের একটি চৌকস দল সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।