মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জনপথে বালি রেখে পরিবেশ দূষণের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাসপাতাল মোড় এলাকায় রাস্তার ওপর বালি স্তূপ করে রেখে পরিবেশ ও জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন হরিণাকুণ্ডু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন:
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, মোঃ মুনতাসির রহমান।
হরিণাকুণ্ডু থানার এসআই আল আমিন ও পুলিশের একটি চৌকস দল।
সার্টিফিকেট সহকারী মোঃ রাসেল হোসেন।
ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা জানান, জনস্বার্থ রক্ষা ও পরিবেশ দূষণ রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে জনগণের ভোগান্তি সৃষ্টি না করার জন্য তিনি সকলকে সতর্ক করেন।