রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
অদ্য ২-১-২০২৬ রোজ শুক্রবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকা হইতে রাত ১২:৩০ ঘটিকা পর্যন্ত শাহজিবাজার আর্মি ক্যাম্প কর্তৃক নিয়মিত টহল চলাকালীন সময়ে হবিগঞ্জ জেলাধীন মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন এর গোপন সংবাদের ভিওিতে শাহজিবাজার সংলগ্ন গ্যাস ফিল্ডে বৈদ্যুতিক ক্যাবেল চুরিকালীন সময়ে শাহজিবাজার সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করেন শাহজিবাজার সেনাবাহিনী।
১.৫ কেজি ক্যাবলসহ একজনকে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে উক্ত চোরকে কারেন্টের ক্যাবল সহ শাহজিবাজার সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে আসা হয়।
আটককৃত ব্যাক্তি পরিচয়*
নামঃ* বিল্লাল হোসেন (২০)
পিতা মোঃ নূর হোসেন(৫৫)
মাতা মোছাঃ শাজেদা খাতুন(৪৫)
আটককৃত মালামাল*
বৈদ্যুতিক ক্যাবেল আনুমানিক ১.৫ কেজি।
পরবর্তীতে উক্ত চোরকে শাহজিবাজার সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার কর্তৃক মামলার* পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য মাধবপুর থানার এস আই পুনয়েল এর নিকট হস্তান্তর করা হয়েছে।