মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সাতব্রীজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন আরও একজন।
নিহত ওই মোটরসাইকেল চালক উপজেলার বাহাদুরপুর গ্রামের খোকনের ছেলে প্রান্ত ইসলাম (২২)। আহত মোটরসাইকেল আরোহী একই গ্রামের নফর মণ্ডলের ছেলে নয়ন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সাড়ে সাতটার দিকে হরিণাকুণ্ডু দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি জোড়াদহ বাজারের দিকে যাচ্ছিল। সংঘর্ষে মোটরসাইকেলের একজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক প্রান্তকে মৃত ঘোষণা করেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যার পরে সাতব্রীজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন।