নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে চব্বিশ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতাদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে,(৫ নভেম্বর) বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলা পরিষদের সভা কক্ষে এ
পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুকুল চৌধুরীসহ স্কুল-কলেজের শিক্ষক মন্ডলী।
এ-সময় জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে চব্বিশ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চব্বিশ এর জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র ফুটে উঠা বিজয়ী তিনটি স্কুল ও তিনটি কলেজের শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এতে কলেজ প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে সরকারি রাজেন্দ্র কলেজ, দ্বিতীয় সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ও তৃতীয় হয়েছে মুসলিম মিশন কলেজ। স্কুল প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় জিলা স্কুল ও তৃতীয় হয়েছে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়।
পুরস্কার বিতরণী শেষে এন.টি.আর.সি কতৃক ৬ষ্ঠ নিয়োগ চক্রে নিয়োগপ্রাপ্ত ৯০ জন শিক্ষকদের সাথে মতবিনিময় ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এরপরে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতিদের সাথে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ-সময় সভায় বিভিন্ন স্কুল কলেজের একজন করে ৪০ জন দক্ষ ইংরেজি শিক্ষক উপস্থিত ছিলেন।