1. admin@moheshpurnews24.com : admin :
January 16, 2026, 10:08 pm
শিরোনামঃ
সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় পার্থেনিয়াম উদ্ভিদ নির্মুল অভিযান  হাতিয়ায় কোস্ট গার্ডের বিরুদ্ধে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ঢাকা টাঙ্গাইলে রোডে চলন্ত বাসে রাতভর গণধর্ষণের ,অভিযোগে গ্রেপ্তার ৩ হরিণাকুণ্ডুতে আড়ম্বরপূর্ণ পরিবেশে ভবাণীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত ​ ফরিদপুরে বারি মাশকালাই-৩ ও ৪ জাতের উৎপাদন-প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস ও কৃষক সমাবেশ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত ঝিনাইদহ-৪ গড়তে চাই — সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময় হরিণাকুণ্ডুতে নাট্যচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস পালিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টুর জামায়াতে যোগদান ফরিদপুরে বারি উদ্ভাবিত ডাল ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল ও পুষ্টিমান শীর্ষক কৃষক প্রশিক্ষণ হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে একজন নিহত
ব্রেকিং নিউজঃ
সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় পার্থেনিয়াম উদ্ভিদ নির্মুল অভিযান  হাতিয়ায় কোস্ট গার্ডের বিরুদ্ধে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ঢাকা টাঙ্গাইলে রোডে চলন্ত বাসে রাতভর গণধর্ষণের ,অভিযোগে গ্রেপ্তার ৩ হরিণাকুণ্ডুতে আড়ম্বরপূর্ণ পরিবেশে ভবাণীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত ​ ফরিদপুরে বারি মাশকালাই-৩ ও ৪ জাতের উৎপাদন-প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস ও কৃষক সমাবেশ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত ঝিনাইদহ-৪ গড়তে চাই — সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময় হরিণাকুণ্ডুতে নাট্যচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস পালিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টুর জামায়াতে যোগদান ফরিদপুরে বারি উদ্ভাবিত ডাল ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল ও পুষ্টিমান শীর্ষক কৃষক প্রশিক্ষণ হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে একজন নিহত

প্রজনন মৌসুমেও থামছে না ইলিশ শিকার: পায়রা-লোহালিয়ায় ‘চোর-পুলিশ’ খেল

  • Update Time : Thursday, October 9, 2025

​সাকিব হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি

​পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা, পাণ্ডব, পাতাবুনিয়া ও লোহালিয়া নদীগুলো যেন এখন মা ইলিশ সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এই নদ-নদীগুলোতে চলছে অবাধে ইলিশ শিকারের প্রতিযোগিতা। একদিকে মৎস্য বিভাগ ও প্রশাসনের নিয়মিত অভিযান, অন্যদিকে জেলেদের লুকোচুরি—দু’পক্ষের এই ‘চোর-পুলিশের খেলা’ কোনোভাবেই থামছে না।

​লাগাতার অভিযান, তবুও শিকার বন্ধ হচ্ছে না
​নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে। গত এক সপ্তাহে দুমকি উপজেলার উল্লিখিত নদ-নদীগুলোতে অন্তত ১৫টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে শতাধিক অবৈধ কারেন্ট জাল এবং মাছ ধরার ৪টি নৌকা জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। একইসঙ্গে, আইন ভাঙার অপরাধে ছয়জন জেলেকে আটক করে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

​প্রশাসনের এই কঠোর তৎপরতা সত্ত্বেও নদীতে ইলিশ শিকারের প্রবণতা কমছে না। এলাকাবাসীর সূত্রে জানা যায়, দিন-রাত সমান তালে চলছে এই মাছ ধরার কাজ। অভিযানের ট্রলার দেখলেই জেলেরা নৌকা-জাল নদীর তীরে ফেলে দ্রুত পালিয়ে যাচ্ছে। আবার ট্রলার চলে গেলেই মুহূর্তের মধ্যে তারা ফিরে এসে পুনরায় জাল ফেলছে। স্থানীয়রা বলছেন, বিশেষ করে রাতের অন্ধকারে ও ভোররাতে জেলেরা দল বেঁধে ছোট নৌকায় ইলিশ শিকার করছে। মৎস্য কর্মকর্তারা যখন নদীর এক প্রান্তে অভিযান চালান, ঠিক তখনই অন্য প্রান্তে শত শত নৌকা-জালে মাছ ধরা চলে।

​নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে অভিযোগ করে বলেছেন, নদীই তাদের একমাত্র জীবিকা। সরকার যদি তাদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা না করে, তবে না খেয়ে মরতে হবে।
​অন্যদিকে, দুমকি উপজেলার দায়িত্বরত মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে আইন ভাঙলে কোনো ছাড় নেই। তিনি বলেন, ইলিশ সংরক্ষণে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে এবং মা-ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

​সরকারি নির্দেশনা অনুযায়ী, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সব ধরনের ইলিশ আহরণ নিষিদ্ধ। কিন্তু পায়রা, লোহালিয়া ও পাণ্ডব নদীতে অবাধে শিকার চলতে থাকায় ইলিশের প্রজনন প্রক্রিয়া মারাত্মক হুমকির মুখে পড়ছে। প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও এই ‘চোর-পুলিশের খেলা’ চলছেই।

বার্তা প্রেরকঃ-
সাকিব হোসেন,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
তারিখঃ ৯/১০/২০২৫ইং

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd