নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে পদ্মা নদীতে ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১৫ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ফরিদপুর মা ইলিশ রক্ষায় প্রশাসন, মৎস্য অধিদপ্তর এবং পুলিশ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে,(১৮ অক্টোবর) শনিবার বিকালে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী মাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান।
এ-সময় মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে নর্থচ্যানেল ইউনিয়নের আশপাশের বিভিন্ন এলাকায় পদ্মা নদীতে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা। পরবর্তীতে জব্দ করা জালগুলো নদীর তীরে পুড়িয়ে দেয়া হয়। এছাড়াও একই ইউনিয়নের কবিরপুর এলাকায় একটি ড্রেজার ধ্বংস করা হয়েছে।
অভিযানকালে বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এবং র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।