সাকিব হোসেন জেলা পটুয়াখালী প্রতিনিধিঃ-
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে
নাহিদ মৃধা (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত নাহিদ মৃধা কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল এলাকার নিজাম মৃধার ছোট ছেলে এবং উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
উল্লেখ্য, গত শনিবার (১৮ অক্টোবর) সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়। মুহূর্তের মধ্যে নিখোঁজের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নাহিদের বাবা ও তাঁর স্বজনেরা অনেক খোজাখুজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ রবিবার স্থানীয় কয়েকজন লোক মরদেহটি ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পায়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, এবিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।