মহেশপুরের প্রতিনিধি মনিরুজ্জামান
বাংলাদেশ জামাতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় রেলির আয়োজন করা হয়।
বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে বিজয় রেলিতে সভাপতিত্ব করেন ইসলামী মহেশপুর উপজেলা শাখার সম্মানিত আমির মোঃ ফারুক হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত ঝিনাইদা ৩ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। প্রধান অতিথির বক্তব্যে রহমান বলেন সামনে ত্রয়োদশ সংসদ নির্বাচন এ জাতির জন্য বড় চ্যালেঞ্জ।
বিগত ৫৪ বছরে বাংলাদেশের স্বাধীনতার চেতনার নামে শুধুই অভিনয় হয়েছে। জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। জাতি সব দল দেখেছে। এবার জামাতকে দেখতে চাই।
বিশেষ অতিথি তার গঠনমূলক বক্তব্যে বাংলাদেশ বর্তমানে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে সে ব্যাপারে বলেন। তিনি সবাইকে সচেতন থাকতে বলেন। আগের সময়ের মতো কেউ যেন ভোট কেন্দ্র দখল করতে না পারে দিনের ভোট রাতে না হতে পারে সে ব্যাপারে প্রশাসন সহ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।