মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
প্রথমার্ধে ডি বক্সের ভেতরে কয়েক মিনিটের ব্যবধানে মারাত্মক দুটি ফাউল করেন কালীগঞ্জ দলের রক্ষণভাগের খেলোয়াড় মুনতাসির। প্রথমবার হলুদ কার্ড দিয়ে তাকে সতর্ক করেন রেফারি মেহেদি হাসান। দ্বিতীয়বার ফাউল করলে প্রথমে হলুদ কার্ড ও পরে লাল কার্ড পান মুনতাসির এবং পেনাল্টি পায় শালিখা দল। কিন্তু সুযোগ মিস করেন দলটির স্টাইকার বিদেশি খেলোয়াড় কেসি। এরপর একজন কম খেলোয়াড় নিয়েই আক্রমণাত্বক হয়ে ওঠে প্রতিপক দল। শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। আর দর্শক ছিলো সারিতে টানটান উত্তেজনা।
দ্বিতীয়ার্ধে কোনো গোল না হওয়ায় খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। এতে শালিখা দল ৪-২ গোলে কালীগঞ্জ দলকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে।শনিবার যশোরের খাজুরায় মাহাবুর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মাঠের চিত্র ছিলো এ রকম। এদিন বিকেল ৪টায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় মাগুরার শালিখা উপজেলার স্মিতা মুমু ফুটবল একাদশ ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদরপুর হাসিব ফুটবল একাডেমি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক ইমন।সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি ওমর আলী বিশ্বাস, বিএনপি নেতা মুরাদ বিশ্বাস ও জাফর বিশ্বাস, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মাহাবুর রহমানের বড়ভাই রুবেল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।আগামী ১৮ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে যশোরের কেশবপুর ফুটবল একাদশ ও মাগুরার শালিখা উপজেলার একতা স্পোর্টিং ক্লাব। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ১ লাখ ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৬০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে।