1. admin@moheshpurnews24.com : admin :
December 1, 2025, 3:06 am
শিরোনামঃ
মান্দায় মসজিদের উন্নয়ন তহবিলে অনুদান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান কেন্দ্রীয় বিএনপি নেতা এম এ মতীন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আবদুল্লাহ আল মামুনের কামাইর পুএ আওয়ামী লীগের দোসর উপসহকারী জাহিদুল ইসলাম বসির কাঠালিয়াতে মান্দায় সাবেক ইউপি চেয়ারম্যান হিন্দোলের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক মৌলভীবাজারের কমলগঞ্জ শমসেরনগর ইউপি যুবদলের উদ্বেগ প্রকাশ বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দোয়া কামনা বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা বেষ্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড প্রদান ও বিজনেস সেমিনার অনুষ্ঠিত ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল
ব্রেকিং নিউজঃ
মান্দায় মসজিদের উন্নয়ন তহবিলে অনুদান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান কেন্দ্রীয় বিএনপি নেতা এম এ মতীন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আবদুল্লাহ আল মামুনের কামাইর পুএ আওয়ামী লীগের দোসর উপসহকারী জাহিদুল ইসলাম বসির কাঠালিয়াতে মান্দায় সাবেক ইউপি চেয়ারম্যান হিন্দোলের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক মৌলভীবাজারের কমলগঞ্জ শমসেরনগর ইউপি যুবদলের উদ্বেগ প্রকাশ বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দোয়া কামনা বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা বেষ্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড প্রদান ও বিজনেস সেমিনার অনুষ্ঠিত ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল

সুনামগঞ্জে ভূয়া জুলাইযোদ্ধা ফয়ছলের বিরুদ্ধে সচিব ও বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ দায়ের

  • Update Time : Thursday, October 30, 2025

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে এ ক্যাটাগরীর ভূয়া জুলাইযোদ্ধা ফয়ছল আহমদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব,সিলেটের বিভাগীয় কমিশনার ও সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় জুলাইযোদ্ধাদের অভিযোগে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোক গ্রামের মোহাম্মদ আব্দুস ছালামের পুত্র ফয়ছল আহমদ শ্বশুড়বাড়ীর ঠিকানা ব্যবহার করে এ ক্যাটাগরী গেজেট নং ৪৭৯ মেডিকেল কেস আইডি নং ২৬৪০১ হিসেবে জুলাইযোদ্ধা তালিকায় নাম উঠিয়েছে। প্রকৃতপক্ষে তার স্থায়ী ঠিকানা জগন্নাথপুর থানার কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খাসিলা গ্রামে। তালিকাভূক্তির আগে উক্ত ফয়ছল আহমদ জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাগাউড়া গ্রামে মামার বাড়ীতে অবস্থান গ্রহন করতো।

ঠাকুরভোক গ্রামের বাসিন্দারা বলেন,ফয়ছল একজন পরিচিত ছাত্রলীগ নেতা। তাঁর পিতা ও শ্বশুড়বাড়ীর লোকজন,শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আবুল কালাম গ্রæপের কট্টর সমর্থক। তার নানা সোনাহর আলী আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। আন্দোলন চলাকালে উক্ত ফয়ছল আহমদ জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামে মামার বাড়ীতে বসবাস করতো।
তার মামা আয়াস মিয়া একজন আওয়ামী লীগ কর্মী। অপর মামা নবিকুর রহমান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন কমিটির সভাপতি। খাসিলা গ্রামের তার দাদার বাড়ীর আত্মীয় স্বজনরা সবাই আওয়ামী রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত।

ফয়ছল আহমদ নিজেও গত সংসদ নির্বাচনে এম.এ মান্নানের পক্ষে শ্বশুড়বাড়ী,দাদার বাড়ী ও নানার বাড়ীতে গণ সংযোগ করেছে। মন্ত্রী এম.এ মান্নানের ডিও লেটার নিয়ে এলাকার একজন সরকারী কর্মকর্তা সুনামগঞ্জ জেলা সদরে বদলী ও পদোন্নতি পেয়ে বহাল তবিয়তে রয়েছেন। উক্ত সরকারী কর্মকর্তার মাধ্যমে জাল ও ভূয়া কাগজপত্র সংগ্রহক্রমে আওয়ামী লীগ কর্মী ফয়ছল আহমদ জুলাইযোদ্ধা সাজে এবং সকলের চোখ ফাকি দিয়ে জেলা প্রশাসকের নাম ভাঙ্গিয়ে সুনামগঞ্জ পাসপোর্ট অফিসের মাধ্যমে ইতিমধ্যে পাসপোর্ট হাতিয়ে নিয়েছে। বর্তমানে ধরা পরার আশঙ্কায় লন্ডনে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সুনামগঞ্জের স্থানীয় জুলাই যোদ্ধারা বলেন,রাজধানীর উত্তরায় আওয়ামী লীগ নেতার মালিকানাধীন একটি থাই গøাস/সিরামিকসের দোকানে কাজ করতো আওয়ামীলীগ কর্মী ফয়ছল আহমদ। আন্দোলন চলার সময় ওই দোকানের সামনে আন্দোলনকারীরা আসলে পুলিশের সাথে সাথে আওয়ামী লীগের কর্মী ফয়ছল ছাত্র আন্দোলনকারী নেতাকর্মী সমর্থকদের উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে ফয়ছলের ছুড়া গøাসের টুকরা দিয়ে ছাত্র জনতার হাতে পাল্টা হামলায় আহত হওয়ার এক পর্যায়ে চতুর ফয়ছল ঢাকার একটি হাসপাতালে পরিচয় গোপন করে চিকিৎসা নিয়েছে। পরবর্তীতে পালিয়ে সুনামগঞ্জ চলে আসে। এখানে এসে খোলস পাল্টিয়ে হয়ে যায় স্বঘোষিত বৈষম্যবিরোধী ছাত্রনেতা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে ও ওয়ারিয়র্স ওফ জুলাইয়ের আহবায়ক সেজে বিভিন্ন সরকারি অফিস এবং হাসপাতালে চাঁদা এবং বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণ করেছে। অভিযোগ আছে ছাত্র আন্দোলনের দুই একজন নেতাদের সাথে সুসম্পর্ক করে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছ থেকে আহত জুলাই যুদ্ধের অনুদান ১৪ লক্ষ টাকা আত্মসাৎ এবং বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধার নাম ভাঙ্গিয়ে টাকা পয়সা লুটে নেওয়ার। অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। তবে অভিযুক্ত ফয়ছল আহমদ তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ অস্বীকার করে বলেন,আমি ঢাকার উত্তরার আহত হয়েছি। স্থানীয়রা জানেনা বিধায় আমার বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছে।

অঙ্গহানী না হওয়ার পরও কিভাবে এ ক্যাটাগরীর জুলাইযোদ্ধা হলেন এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। গত ৬ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব,২৩ অক্টোবর সিলেটের বিভাগীয় কমিশনার এবং ১৯ আগস্ট সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। দায়েরকৃত একাধিক অভিযোগের ভিত্তিতে ভূয়া জুলাই যোদ্ধা মোহাম্মদ ফয়ছল আহমদ কে “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পূণর্বাসন সংক্রান্ত জেলা কমিটি,সুনামগঞ্জ” এর সদস্য পদ হতে বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd