সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি
সারাদেশের মত বেগমগঞ্জে শুরু হলো ৯মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক- প্রাথমিক থেকে নবম শ্রেণি ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি।
রবিবার সকালে ২নং গোপালপুর ইউনিয়নের কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসান খায়ের চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন এমওডিসি ডাঃ তারানা জাফরিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মোহাম্মদ মানিক মিয়া।
পরে উপজেলায় বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করে বেগমগঞ্জ উপজেলা হাসপাতালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বেগমগঞ্জের সকল সচেতন অভিভাবক ও শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন টাইফয়েড একটি জটিল ও কঠিন অসুখ, শিশুদের মৃত্যু হার বেশির কারনে সরকার ১৫ বয়সের কম শিশুদের এই টিকা বিনামূল্যে ক্যাম্পেইন করে দিচ্ছে।
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন টিকা কেন্দ্রে এই টিকা নেয়ার জন্য সবাইকে সচেতন করতে হবে।
আশা করি সারা নোয়াখালীর সবচেয়ে বেশি শিশু বেগমগঞ্জ উপজেলা টিকা নিবে।
তিনি এই বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।