রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
আজ (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত সংলগ্ন
সাতছড়ি-
তেলিয়াপাড়া সড়কের সুরমা চা বাগান অংশে একদল ডাকাত গাছ কেটে রাস্তায় গাছ ফেলে রেখে অবরোধ করে এবং সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদ পান হবিগঞ্জ ব্যাটালিয়নের ৫৫ বিজিবি।
পরে বিজিবির একটি চৌকস টহলদল দ্রুত পিকআপ যোগে ঘটনাস্থলে পৌঁছে যায়। একই সময়ে মাধবপুর থানাধীন হরষপুর-
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ইন্সপেক্টর খায়রুল বাশারের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে যোগ দেয়। অবশেষে তাদের প্রতিরোধের মুখে পড়ে ডাকাত দল। এবং ডাকাতদের কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করার পূর্বেই পুলিশ ও বিজিবি ঘটনাস্থল অবস্থান নেয়। পরিশেষে ডাকাতদের রুখে দেন এবং ডাকাতের ডাকাতির কার্যক্রম পন্ড করে দেন আর রক্ষা করেন এই সড়কের অনেক যাত্রীদের।