1. admin@moheshpurnews24.com : admin :
December 1, 2025, 2:28 am
শিরোনামঃ
মান্দায় মসজিদের উন্নয়ন তহবিলে অনুদান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান কেন্দ্রীয় বিএনপি নেতা এম এ মতীন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আবদুল্লাহ আল মামুনের কামাইর পুএ আওয়ামী লীগের দোসর উপসহকারী জাহিদুল ইসলাম বসির কাঠালিয়াতে মান্দায় সাবেক ইউপি চেয়ারম্যান হিন্দোলের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক মৌলভীবাজারের কমলগঞ্জ শমসেরনগর ইউপি যুবদলের উদ্বেগ প্রকাশ বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দোয়া কামনা বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা বেষ্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড প্রদান ও বিজনেস সেমিনার অনুষ্ঠিত ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল
ব্রেকিং নিউজঃ
মান্দায় মসজিদের উন্নয়ন তহবিলে অনুদান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান কেন্দ্রীয় বিএনপি নেতা এম এ মতীন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আবদুল্লাহ আল মামুনের কামাইর পুএ আওয়ামী লীগের দোসর উপসহকারী জাহিদুল ইসলাম বসির কাঠালিয়াতে মান্দায় সাবেক ইউপি চেয়ারম্যান হিন্দোলের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক মৌলভীবাজারের কমলগঞ্জ শমসেরনগর ইউপি যুবদলের উদ্বেগ প্রকাশ বেগম খালেদা জিয়ার অসুস্থতায় দোয়া কামনা বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা বেষ্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড প্রদান ও বিজনেস সেমিনার অনুষ্ঠিত ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের, মহাদেবপুরে সংবাদ সম্মেলন

  • Update Time : Tuesday, October 21, 2025

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারীসহ অন্তত সাতজন আহত হওয়ার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একইসঙ্গে হামলার পর থেকে আসামিদের দেওয়া নানা ধরনের হুমকি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তারা।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চককন্দর্পপুর গ্রামের ভুক্তভোগী মোহাম্মদ আলীর বাড়ির উঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম প্রামানিক, আব্দুস সালাম, আবুল কালাম, ডেইজি, শামীমা আক্তার শিখাসহ একাধিক ভুক্তভোগী। তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা যে জমি ভোগদখল করে আসছি, সেই জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে প্রতিপক্ষ। তারা জাল দলিল দেখিয়ে আমাদের সম্পত্তি দখল করতে চায়। বাধা দিলে আমাদের ওপর হামলা করে।”

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, গত ১৪ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় মোহাম্মদ আলীর স্ত্রী খাদিজা, ভাই জাকারিয়া ও আল আমিন, জাকারিয়ার স্ত্রী নাদিরা, আল আমিনের স্ত্রী লাভলী, আব্দুস সালামের স্ত্রী আসমা ও আব্দুস সাত্তারের স্ত্রী হাবিবাসহ অন্তত সাতজন গুরুতর আহত হন।

প্রথমে আহতদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তারা এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মোহাম্মদ আলী বাদী হয়ে গত শনিবার (১৮ অক্টোবর) মহাদেবপুর থানায় একটি মামলা (নম্বর-১২, তারিখ: ১৮/১০/২০২৫) দায়ের করেন। মামলায় চাঁন্দাশ ইউনিয়নের চককন্দর্পপুর, রামরায়পুরসহ আশপাশের গ্রামের মোট ১৪ জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন—চককন্দর্পপুর গ্রামের ফারুক (৩৭), আজিজার রহমান (৫৭), আয়নাল হক (৪৫), রামরায়পুর গ্রামের আবুল কালাম (৪০), শরিফুল ইসলাম (৩২), ফরহাদ (৩৮), সুলতান (২৬), জাহিদুল ইসলাম (৩০), রেজাউল ইসলাম (৪২), আজিজুল (৫০), সবুজ (২৫), সুজন (২৩), মাসুম (২০) ও রাসেল (২০)।

মামলার এজাহারে বলা হয়, হামলার সময় বিরোধপূর্ণ জমির প্রায় ৪০টি বাঁশ কেটে নিয়ে যায় আসামিরা, যার বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। এছাড়াও নারী সদস্যদের ওপর শ্লীলতাহানির চেষ্টা এবং মারধরের অভিযোগও করা হয়েছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, “ঘটনার বিষয়ে একটি মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভুক্তভোগীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মাহবুবুজ্জামান সেতু
নওগাঁ প্রতিনিধি
মোবাইল: ০১৭১০-১৩৭৭৮২
তারিখ: ২১ অক্টোবর ২০২৫

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd