নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলা পরিষদের অক্টোবর-২০২৫ ইং মাসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৭ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ সভা কক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান এর সভাপতিত্বে, এ-সময় সভায় বক্তব্য রাখেন, সদর সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা
মোছাঃ শিরীন শারমিন খান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম ইফতেখার আজাদ, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেহেদী হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, পল্লী উন্নয়ন অফিসার (আরডিও) মোঃ আকরামুল কবির, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাহাবুর রহমান সহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কৈজুরী ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিক ফকির, কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আলতাফ হুসাইন, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ, আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক ডাবলু, গেরদা ইউপি চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ এমার হক, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম বাশারুল আলম বাদশা, চর মাদবদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ তুহিন মন্ডল, ডিগ্রীরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসান মিন্টু ফকির, নর্থচ্যানেল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রমুখ।
সভায়, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন নিজ-নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন এবং সদর
উপজেলায় উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।