এ.এম.আইয়ুবঃকক্সবাজার জেলা প্রতিনিধি
বহুল প্রত্যাশিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের নব-গঠিত কমিটিতে চকরিয়ার দুই মেধাবী ছাত্রনেতা স্থান পাওয়ায় তাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন চকরিয়া বিএনপি পরিবার।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫ ইং) সন্ধ্যায় চকরিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত “ফিউরিয়া” শোরুমে এই বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবগঠিত বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটিতে চকরিয়ার চিরিংগা ইউনিয়নের দক্ষিণ বুড়িপুকুর এলাকার কৃতি সন্তান শহীদ ফয়সাল নয়ন সহ-সভাপতি এবং চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কৃতি সন্তান আব্দুল্লাহ আল মাহমুদ তৈমুর যুগ্ম-সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
চকরিয়া উপজেলা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, চকরিয়া মহিলা কলেজ ও চকরিয়া সিটি কলেজের এডহক কমিটির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজ (এডভোকেট),
চকরিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন,
লক্ষ্যাচর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেক,
চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত নাদিম অভি,
চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও উপজেলা যুবদল নেতা শাহাদাত হোসেন সামির,
চকরিয়া পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক ছোটন,
কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রায়হান নেওয়াজ,
লক্ষ্যারচর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সায়হান নেওয়াজ এবং
কাকারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিলহাজ প্রমুখ।
চকরিয়া বিএনপি নেতারা বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের কমিটিতে চকরিয়ার দুই তরুণের পদপ্রাপ্তি পুরো এলাকার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে তারা সংগঠনকে আরও শক্তিশালী করবে।”
সংবর্ধনা শেষে উপস্থিত নেতাকর্মীরা ফুল দিয়ে নবনির্বাচিত দুই ছাত্রনেতাকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।