চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি (আহমদ রেজা):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।
গণসংযোগকালে তিনি আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকার জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম বলেন, “জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি রাজনীতি করে আসছি। ইনশাআল্লাহ, জনগণ আবারও ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেবেন।” তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সাধারণ মানুষ।