চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :(আহমদ রেজা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্ধারিত দিনে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা,এবং জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জনাব আবু তাহের, আহ্বায়ক সদস্য সচিব আবদুল আজিজে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সরওয়ার জামাল নিজাম বলেন, “আনোয়ারা ও কর্ণফুলীর জনগণ সবসময় আমার পাশে ছিল। জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে আমি আবারও এই এলাকার উন্নয়ন ও অধিকার আদায়ে কাজ করতে চাই।”
এদিকে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে তাদের সমর্থন জানান।
উল্লেখ্য, সরওয়ার জামাল নিজাম এর আগে তিনবার চট্টগ্রাম-১৩ আসন থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এলাকার _অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও সামাজিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা_ রাখেন।