সাইফুল ইসলাম, নোয়াখালী সংবাদদাতা
ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের প্রীতি সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম মাছুম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য পথপ্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম মাছুম বলেন – বাংলাদেশের মানুষ আজ জামায়াত ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। তারা আর কোন ফ্যাসিবাদের দোসর, চাঁদাবাজ, দখলদার ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারিদের ক্ষমতায় দেখতে চায় না। জামায়াত বাংলাদেশকে সুখি সমৃদ্ধ ও একটি কল্যান রাষ্ট্রে পরিনত করতে চায়।
বেগমগঞ্জ আসনের জামায়াত প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন ঢাকায় অবস্থানরত বেগমগঞ্জবাসীকে তাকে সমর্থন দিয়ে আধুনিক বেগমগঞ্জ গড়ার আহবান জানান।
উক্ত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব সোলায়মান চৌধুরী, এশিয়ান ইউনিভার্সিটির প্রফেসর জাকির হোসেন, ডাকসুর সদস্য আনাস বিন মুনির, বেগমগঞ্জ উপজেলা আমীর আবু জায়েদ, সেক্রেটারি আব্দুর রহিম সহ ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের নেতৃবৃন্দ।